ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিব-মুশফিকরা পারলে, আমি কেন নয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৭ ২২:১৫:১৯
সাকিব-মুশফিকরা পারলে, আমি কেন নয়

এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন শাহাদাত। কিন্তু ক্যারিয়ারে নানা সময়ে বিতর্কে জড়িয়ে এখন তা কেবলই অতীত। তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরও শেষ পর্যন্ত চেষ্টা কয়রে যেতে চান এই ডানহাতি পেসার। তিনি বলেন, ‘সাকিব যদি খেলে, মুশফিক যদি খেলে তাহলে আমিও খেলতে পারি।

কারণ আমরা একই ব্যাচের। তো যেকোনো একটা জায়গায় সুযোগ দেয়া উচিত ছিল। অন্তত দেখার জন্য যে, দেখি এই পেসারটা কি করতে পারে বা কি করতে পারে না।’ শাহাদাত মনে করছেন, দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকায় তিনি নির্বাচকদের রাডারে নেই। তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আবারও ফিরতে চান তিনি। এমনকি আরও লম্বা সময় ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই পেসার।

শাহাদাত বলেন, ‘কথা আছে, চোখের আড়াল তো মনের আড়াল। আমিও হয়তো বিসিবির কাছে এরকমভাবেই ছিলাম। অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে এখনই এমন সময়তো আসেনি যে, অবসরে চলে যাবো। এখনো অনেক দিন খেলার আছে।’২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল শাহাদাতের। ক্রিকেটের এই অভিজাত সংস্করণে দেশের হয়ে খেলেছেন ৩৮ ম্যাচ। যেখানে তার উইকেট সংখ্যা ৭২।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ