ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য: টি-২০তে জেসন রয়ের দ্রুততম সেঞ্চুরিতে ৪১১ রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৮ ১০:৫৩:০১
অবিশ্বাস্য: টি-২০তে জেসন রয়ের দ্রুততম সেঞ্চুরিতে ৪১১ রানের ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

করাচিতে এদিন আগে ব্যাট করতে নেমে লাহোর কান্দাহার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান করে। লাহোরের পক্ষে টুর্নামেন্টের চতুর্থবার ফিফটি+ রান করে ওপেনার ফখর জামান। ফখর মাত্র ৪৫ বলে ৭০ রান করেন। এছাড়া হ্যারি ব্রুক করেন মাত্র ১৭ বলে ৪১ রান।

২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোয়েটার হয়ে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন রয়, যা পিএসএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। শেষমেষ ৫৭ বলে ৮ ছক্কা ও ১১ বাউন্ডারিতে ১১৬ রানে ফিরেন এই ইংলিশ তারকা। এছাড়া আরেক ইংলিশ তারকার জেমস ভিন্সের ব্যাট থেকে আসে অপরাজিত ৪৯ রান। আর কোয়েটা জয় পায় ৭ উইকেটে। দুই ইনিংস মিলে ৪১১ রানের চার ছক্কার ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব। এমন ম্যাচ হয়তো সব সময় দেখা যায় না।

দুর্দান্ত সেঞ্চুরি হাকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন জেসন রয়। এদিকে এই জয়ের ফলে ৫ ম্যাচে দ্বিতীয় জয় পেল কোয়েটা গ্লাডিয়েটরস,অন্যদিকে লাহোর ৫ ম্যাচে ৩ জন নিয়ে আছে টেবিলের কোয়েটার ঠিক উপরে তিন নম্বরে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ