ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইসিসি মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন এক টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৫:০৮:৩৩
আইসিসি মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন এক টাইগার ক্রিকেটার

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জানুয়ারির পারফরম্যান্সের জন্য মনোনীত তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ইবাদত ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড ব্রাভিস ও কিগান পিটারসন।

এদের মধ্যে ব্রেভিস মাতিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। পুরুষ ক্যাটাগরিতে এবারই প্রথম কোনো যুবা ক্রিকেটার মাস সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা পেলেন। সাবেক প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের মত খেলার কারণে ইতোমধ্যে নামডাক কুড়িয়েছেন তিনি। অনেকে তাকে আখ্যায়িত করছেন বেবি ডি ভিলিয়ার্স নামে।

কিগার পিটারসেন জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতানো পারফরম্যান্সে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিং করেছেন ২৮ বছর বয়সী কিগান, জিতিয়েছেন তৃতীয় টেস্ট।

এবাদতের ঠাই হয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টের পারফরম্যান্সে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে এবাদত ছিলেন বিধ্বংসী। দ্বিতীয় ইনিংসে বলতে গেলে একাই গুঁড়িয়ে দেন কিউইদের। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা, যা নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়।

জানুয়ারি মাসের পারফরম্যান্সে প্রমীলা ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের ডিন্ড্র ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ