ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ওভাররেটেড শামীম অসময়ে ঝরে পড়ার সম্ভাবনা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৫:২২:০৭
ওভাররেটেড শামীম অসময়ে ঝরে পড়ার সম্ভাবনা

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ৩১ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পর শামীম এর দেশের বাড়িতে মিডিয়ার উপস্থিতি। শামীমের মা-বাবা থেকে শুরু করে আত্মীয়-স্বজন সবার ইন্টারভিউ নিয়ে নেয় গণমাধ্যমকর্মীরা। সেই ম্যাচ উইনিং ইনিংস এরপর আন্তর্জাতিক কিংবা ঘরোয়া প্রায় কোন জায়গাতেই রান পাননি শামীম।

এখন পর্যন্ত দশটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে শামীমের রান মাত্র ১২৪ গড় ১৫.৫০। গায় হার্ড হিটার তকমা লাগা শামীমের স্ট্রাইক রেট মাত্র ১১১.৭১। এখন ও আন্তর্জাতিক ক্রিকেটে কোন ফিফটির দেখা পায়নি এ ব্যাটসম্যান।নির্দ্বিধায় শামীম বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার দের একজন। তবে সে প্রতিভাটা নিশ্চয়ই পারফরমেন্সেও রূপান্তরিত হতে হবে। শামীমের মূল শক্তি তার পেশীর জোর এবং ব্যাট স্পিড।

মূলত গায়ের জোরে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এ ব্যাটসম্যান। তবে অফসাইডে রয়েছে চোখে পড়ার মতো দুর্বলতা। শীর্ষ পর্যায়ের ক্রিকেটে প্রতিটি ব্যাটসম্যান কে নিয়ে এনালাইসিস করা হয়। ফলে বোলাররাও শামীম কে বল করেন ওই অফসাইডেই। অফসাইডের বল কাট না করে বেশিরভাগ সময় ক্রস ব্যাটে পুল করার চেষ্টা করেন শামীম।

মাঝেমধ্যে সফল হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হতে হয় শামীমকে। জায়গার বল জায়গায় কিভাবে খেলতে হয় তা রপ্ত করতে হবে শামীমকে। খানিকটা দুর্বলতা থাকলেই আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। আর সেখানে শামীম'এর টেকনিকে বেশ বড় ঘাটতি রয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে শামীমের ভবিষ্যৎ অনেকটুকু শামীমের পরিশ্রমের উপর নির্ভর করবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ