ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এই ম্যাচ আমাদের জেতা উচিৎ ছিল : রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৭:৫১:৪৭
এই ম্যাচ আমাদের জেতা উচিৎ ছিল : রিয়াদ

বল হাতে দারুণ শুরুর পরও চট্টগ্রামকে অল্প রানে আটকে রাখতে পারেনি ঢাকা। তবুও চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৪৯ রানের লক্ষ্য নাগালেই ছিল। কিন্তু তামিম ইকবালের ৭৩ রানের অপরাজিত ইনিংস ছাড়া জয়ের ক্ষেত্রে কার্যকরী আর কোনো ইনিংস না থাকায় খুব কাছ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে ঢাকাকে।

ম্যাচ শেষে হতাশ অধিনায়ক রিয়াদ ব্যক্ত করেন মিশ্র প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুরুতে ভালো বোলিং করলেও আমরা বোলিংয়ের শেষটা ভালো করতে পারিনি। কিছু রান বেশি দিয়ে ফেলেছি। তারপরও এই রান তাড়া করার মত ছিল। আমরা সঠিক ট্র্যাকে ছিলাম না। যেভাবে ম্যাচটা শেষ হল তাতে খুব হতাশ। এই ম্যাচ আমাদের জেতা উচিৎ ছিল।’

২১ রানে ৩ উইকেটের পতনের পর তামিমের সাথে দলের হাল ধরেছিলেন রিয়াদ। তবে তার ইনিংস থামে ২৪ রানে। রিয়াদ মনে করেন, তিনি আরও কিছুক্ষণ উইকেটে থাকলে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হত।

তার ভাষায়, ‘কিছু টার্নিং পয়েন্ট ছিল। আমি আরও কিছু ওভার যদি ক্রিজে থাকতে পারতাম হয়ত ভালোভাবে শেষ করা যেত। দুর্ভাগ্যবশত আউট হয়ে গেছি। শুভাগত ভালো খেলেছে। তামিম দুর্দান্ত খেলেছে।’

শেষ চার কঠিন হয়ে যাওয়ায় রিয়াদের চোখে জয়ই এখন একমাত্র সমীকরণ। তিনি বলেন, ‘জানি না, দেখা যাক। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলে জয়ের আশা রাখা যায়।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ