ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য রেকর্ড: সাকিবের হাতে উঠলো টানা চারে চার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৮ ২২:৩৯:৫৪
অবিশ্বাস্য রেকর্ড: সাকিবের হাতে উঠলো টানা চারে চার

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচটিতে রীতিমতো ঝড় তুলে ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন সাকিব। পরে বোলিংয়ে নেমে সিলেটের ব্যাটারদের মারমুখী ব্যাটিংয়ের সামনে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। পাশাপাশি অধিনায়কত্বেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

তাই ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি সংশ্লিষ্টদের। এর আগে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে ৫০ রানের পরে বোলিংয়ে ২০ রানে ২ উইকেট নিয়েছিলেন সাকিব।

তারও আগের দুই ম্যাচে সাকিবের পারফরম্যান্স ছিল খুলনা টাইটানসের বিপক্ষে ২৭ বলে ৪১ ও ১০ রানে ২ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩১ বলে ৫০ রানের পাশাপাশি ২৩ রানে ৩ উইকেট। এই চারটি ম্যাচেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাকিব।

সাকিব ছাড়া চলতি আসরে একের বেশি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদুল ইসলাম। তারা দুজনই দুইবার করে পেয়েছেন এই পুরস্কার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ