ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মাঠে মিরাজের ভূমিকা নিয়ে যা বলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৯ ১০:৫৬:০০
মাঠে মিরাজের ভূমিকা নিয়ে যা বলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আজকের ম্যাচে জয় পাওয়া নিয়ে বেশ খুশি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানান, ‘এটা ত আর বলার অপেক্ষা রাখে না (দলের জয়ে কতটা খুশি)। বলতে পারেন এটা আমাদের জন্য আজকে একটা ফাইনালের মত ছিল। আমাদের টিম স্পিরিটের জায়গা থেকে আমরা আমাদের স্পিরিটটা একটু হারিয়ে ফেলেছিলাম, সেই জায়গা থেকে বলতে পারেন স্পিরিটটা আরেকটু খুঁজে পাওয়ার জন্য এই জয়টা খুব বেশি দরকার ছিল।’

টুর্নামেন্টে ইতোমধ্যে বেশ কিছু রহস্যজনক ঘটনার জন্ম দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখনো পর্যন্ত তারা খেলেছে তিনজন অধিনায়কের নেতৃত্বে। কমিউনিকেশন গ্যাপের কারণে শুরুর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে নিয়েও হয়েছে অনেক জল ঘোলা। সবকিছু মিলিয়ে মাঠের বাইরে কিছুটা টালমাটাল অবস্থায় আছে দলটি। তবে দলের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান জানিয়েছেন দলের মাঠের পারফরম্যান্সে ব্যাপক খুশি তিনি। মাঠে তরুণদের ভুমিকায় উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক মিরাজের কথা।

তিনি জানান, ‘মিরাজ বলতে পারেন আমাদের দলের অধিনায়ক ছিল। এখনো তিনি অধিনায়কত্ব করছেন না, কিন্তু অধিনায়কের মত ভূমিকা পালন করছেন। প্রত্যেকটা ক্রিকেটারকে আজকে আপনি যদি দেখেন। শুধু মিরাজ নয়, আপনি যদি দেখেন মৃত্যুঞ্জয়ের খেলাটা, আজকে তার ভূমিকাটা। আপনি যদি শামীমের জায়গাটা দেখেন, মানে প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু চেষ্টা করছে। সবার অবদান মিলেই আজকের এই ফলটা (জয়) এসেছে।’

তিনি আরও জানান, ‘আমরা মনে করি সব মিলিয়ে আজকের এই জয়টা আমাদের দরকার ছিল। আমাদের এই তরুণ দলের এনার্জি যেটা একটু হারিয়ে ফেলেছিল সেই স্পিরিটটাকে আবার মনে হয় খুঁজে পেয়েছে আজকের এই জয়টা দিয়ে।’

চলমান বিপিএলে ৯ ম্যাচ খেলে ৪ জয় এবং ৫ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ