ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩১:৩৭
আইসিসি ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত ঝকঝকে ফিফটি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট পেয়ে গিয়েছেন। কোহলির রেটিং পয়েন্ট ৮২৮। রোহিতের ঝুলিতে ৮০৭। মাত্র ২১ পয়েন্টের ফারাক প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের মধ্যে। অন্যদিকে একেই রয়ে গিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

৮৭৩ রেটিং পয়েন্ট তাঁর ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি অক আছেন চারে (৭৮৩ পয়েন্ট)। পাঁচে অস্ট্রেলিয়ার অ্য়ারন ফিঞ্চ (৭৭৯ পয়েন্ট)। প্রথমে দশে চলে এসেছেন ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক জো রুট। তিনি আছেন ১০-এ। রেটিং পয়েন্ট ৭৪০। পাকিস্তানের ফখর জামান এসেছেন ৯ নম্বরে।

বোলারদের তালিকায় প্রথম দশে কোনও পরিবর্তন নেই। ভারতীয় পেস মহাতারকা জসপ্রীত বুমরা সাতেই রয়ে গিয়েছেন। অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা আছেন আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হাফ-সেঞ্চুরি করে চার ধাপ এগিয়ে প্রথম কুড়িতে চলে এসেছেন। ওমানের জতিন্দর সিং দারুণ লাফ দিয়েছেন ব়্য়াঙ্কিংয়ে।

সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। এই সিরিজ বিশ্বকাপের দ্বিতীয় লিগের অংশ। জতিন্দর ২৬ ধাপ এগিয়ে প্রথম ১০০ জন ব্যাটারের মধ্যে এসেছেন। জতিন্দর ওই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি হয়েছেন। ২৩ ম্যাচে করেছেন ৫৯৪ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ