ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নিজের কোচিং কারিশমা দেখালেন পাওয়ার হিটিং কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৯ ২০:১১:৩৬
নিজের কোচিং কারিশমা দেখালেন পাওয়ার হিটিং কোচ

বিপিএলের বিতর্কিত দল সিলেট সানরাইজার্সের হয়ে কাজ করছেন এই পাওয়ার হিটিং কোচ। আজ সিলেট- কুমিল্লা ম্যাচে নিজের কোচিংয়ের কারিশমা দেখালেন জুলিয়া উড। তিনি আগে গণমাধ্যমে বলেছিলেন খুব অল্প দিনে এনামুল হক বিজয়ের সাথে কাজ করে, ওর পাওয়ার হিটিং এ বেশ ভালই ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি।

বেশ অল্প সময়ে পাওয়ার হিটিংয়ের অনেক কিছুই রপ্ত করতে পেরেছে এনামুল ব্যাপারটি আমার সত্যিই অনেক ভালো লেগেছে। তবে কথাগুলো এবারের বিপিএলে কাজে রূপান্তরিত হতে দেখা যায়নি। এর আগে মাত্র একটি ম্যাচে এনামুলের ব্যাট হাসলেও পাওয়ার হিটিং এর তেমন কোনো নজির পাওয়া যায়নি।

জাতীয় দলে ফেরার জন্য এনামুলের কাছে এ বিপিএল এর কোন বিকল্প নেই। আজকের ম্যাচের আগে একটি ৭০ রানের ইনিংস ছাড়া বলার মত কোন পারফরম্যান্সও ছিলনা এনামুলের। তবে আজ এনামুলের ব্যাট হেসেছে ৩৩ বলে ৪৬ রান করেন এই ব্যাটসম্যান। রানটা খুব বেশী না হলেও জুলিয়ান উডের কথা অনুযায়ী পাওয়ার হিটিং এর কিছু নজির দেখা গিয়েছে এই ইনিংসে।

৪৬ রান করার পথে কুমিল্লার মূল বোলার মঈন আলি এবং সুনীল নারায়ন এর বিপক্ষে বেশকিছু বাউন্ডারি মেরেছেন এনামুল। এক ওভারেই মঈন আলীর বিপক্ষে দুটি ছক্কা মেরেছেন এ ওপেনার। আর মঈন আলি কে মারা একটি ছক্কার পাওয়ার ছিল ১৩৬৬ ওয়াট। বিপিএলে ব্যাটসম্যানদের শটের পাওয়ার মাপার নতুন প্রযুক্তি আনা হয়েছে।

এতে ব্যাটসম্যানদের শর্ট পাওয়ারকে ওয়াট একক দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত এনামুলের মারা ছক্কাটি এবারের বিপিএলে মারা সবচেয়ে জোরে ছক্কা ছিল। ১৩৬৬ ওয়াট পাওয়ার নিয়ে শীর্ষস্থানে রয়েছেন বিজয়। ক্রিস গেইল ,ফাফ দু প্লেসিস, কলিং ইনগ্রাম ,লেন্ডল সিমন্স পাওয়ারের হিসাবে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন বিজয়। অর্থাৎ পাওয়ার হিটিং কোচ আনার সুফল পাচ্ছে দেশি ক্রিকেটাররা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ