ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আবারও ফিরছেন ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ০৯ ২০:৩২:০৪
আবারও ফিরছেন ডমিঙ্গো

বিশ্বকাপে বাংলাদেশ দলের নাজুক পারফরম্যান্সের পর নড়বড়ে হয়ে যায় ডমিঙ্গোর চাকরি। গত নভেম্বরেই তাকে চাকরি থেকে ছাঁটাই করার গুঞ্জন ওঠে। তবে শর্ত অনুযায়ী ডমিঙ্গোকে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত দলের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক এক জয়ে পেলেও ক্রাইস্টচার্চ টেস্ট ইনিংস ব্যবধানে হেরে ফের ধাক্কা খেয়েছে ডমিঙ্গোর স্বপ্ন। তবে নিউজিল্যান্ডের সফর শেষ হওয়ার প্রায় মাসখানেক হয়ে গেলেও এখনও নতুন কোনো কোচকে মনে ধরেনি বিসিবির। তাই চলতি দায়িত্ব পালনে আবারও ডমিঙ্গোই আসছে বাংলাদেশে। বিসিবি সূত্র জানায়, ‘ডমিঙ্গো এসেই দলের দায়িত্ব নিবে এবং যথারীতি নিজের পদে কাজ করবে।’

তবে এটাই কি ডমিঙ্গোর শেষ সিরিজ কি না- তা নিশ্চিত হতে পারেনি। বিসিবি সভাপতি একাধিকবার বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ব্যস্ত শিডিউলের কারণে নতুন কোচ পাওয়া কঠিন। তাই এই মুহূর্তে ডমিঙ্গোকে সরিয়ে নতুন কাউকে খোঁজাটাও দুষ্কর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ