ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

তিন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১০ ১১:৩৫:০০
তিন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স

জনি বেয়ারস্টো (বেস প্রাইস ১ কোটি ৫০ লক্ষ টাকা): ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যানের ঠান্ডা মাথার খুনে মেজাজের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত আইপিএল। কখনই বাড়তি ঝুঁকি নেন না, তবে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পিরিচিতি তৈরি করেছেন নিজের। সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিটেন করেনি। আসন্ন আইপিএল নিলামে বেয়ারস্টোকে দলে নেওয়ার আগ্রহ দেখাতে পারে কেকেআর। বেয়ারস্টো এখনও পর্যন্ত ২৮টি আইপিএল ম্যাচে ১০৩৮ রান সংগ্রহ করেছেন। ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। স্ট্রাইক-রেট ১৪২.১৯।

এডেন মার্করাম (বেস প্রাইস ১ কোটি টাকা): দক্ষিণ আফ্রিকার মার্করাম জাতীয় দলের হয়ে নিয়মিত ওপেন না করলেও টপ-মিলড অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন। বর্তমান সময়ের অন্যতম নির্ভরোগ্য টি-২০ ব্যাটসম্যান তিনি। তাঁর বোলিংও নিতান্ত মন্দ নয়। স্পিনার হলেও প্রায়শই নতুন বলে দৌড় শুরু করতে দেখা যায় তাঁকে। গত মরশুমে পঞ্জাবের হয়ে ৬টি ম্যাচে মাঠে নামেন তিনি। সাকুল্যে ১৪৬ রান সংগ্রহ করেন। কলকাতা টার্গেট করতে পারে প্রোটিয়া তারকাকে।

কুইন্টন ডি'কক (বেস প্রাইস ২ কোটি): শুধু টি-২০ ক্রিকেটে নয়, সব ফর্ম্যাটেই অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুইন্টন ডি'কক। একই সঙ্গে উইকেটকিপার ও ওপেনারের সমস্যা সমাধান করতে ডি'ককের জুড়ি মেলা ভার। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ধরে না রাখলেও ডি'কককে ফের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে তারা। তবে কেকেআরও লড়াই চালাতে পারে প্রোটিয়া তারকার জন্য। আইপিএলের ৭৭টি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২২৫৬ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ