ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কে হচ্ছেন ব্যাটিং কোচ সব কিছু সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১০ ১৪:২৫:৪৩
কে হচ্ছেন ব্যাটিং কোচ সব কিছু সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি পাপন

পাপন জানিয়েছেন সিডন্সই ব্যাটিং কোচ হচ্ছে বাংলাদেশ দলের। অনেক সিনিয়র ক্রিকেটার ও বোর্ড পরিচালকরা তার ব্যাপারে সুপারিশ করেছেন।

এ প্রসঙ্গে পাপন বলেন, 'জেমি সিডন্সই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হবেন। আমাদের সিনিয়র ক্রিকেটাররা এবং অনেক পরিচালকও বলেছেন সিডন্স ভালো কোচ। সেজন্যই তাকে আনা।'

সিডন্স কোচ হয়ে আসার পরই গুঞ্জন শোনা গিয়েছিল অ্যাশওয়েল প্রিন্সকে বিসিবির এইচপি দলের দায়িত্ব দেয়া হতে পারে। আর জাতীয় দলের সঙ্গে কাজ করবেন সিডন্স। নিজের এই নড়বড়ে অবস্থার কারণে দায়িত্ব থেকেই অব্যাহতি নিয়েছেন প্রিন্স।

যদিও বিসিবি সভাপতি জানিয়েছেন তাকে অন্যভাবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল তাদের। পাপন বলেন, 'সিডন্স আসার পর হয়তো তিনি ভেবেছেন, আমরা অন্য কিছু ভাবছি। তবে তিনি থাকতে পারতেন। আমরা তাকে অন্যভাবে কাজে লাগাতে পারতাম।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ