ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আম্পায়ারকে ইশারা করে জরিমানা গুনলেন সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১০ ১৭:০৬:২৩
আম্পায়ারকে ইশারা করে জরিমানা গুনলেন সোহান

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আসরের ২৪তম ম্যাচে মুখোমুখি হয় সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশাল জড়ো করে ১৯৯ রান। এরপর সিলেটের ইনিংস চলাকালে মেজাজ হারান সোহান।

ইনিংসের চতুর্দশ ওভারে বল হাতে নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের প্রথম বলে তার বল খেলতে গিয়ে ব্যর্থ হন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। এই সুযোগে বোপারাকে স্টাম্পিং করেন উইকেটের পেছনে থাকা বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এ সময় সোহান বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে আম্পায়ারকে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউয়ের জন্য ইশারা করেন। বিষয়টি ভালোভাবে নেননি ম্যাচ অফিসিয়ালরা। তার বিরুদ্ধে অভিযোগ আনেন অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও মোজাহিদুজ্জামান স্বপন, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন।

তাদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি রকিবুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, সোহান বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন। তবে সোহান তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আপত্তি না জানানোয় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি, ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ