ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবিশ্বাস্য ভাবে নিজের দাম ১৪ কোটি ওঠার দীপক চাহার চেয়েছিলেন দর হাঁকা বন্ধ হোক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৪ ১০:১৫:৫১
অবিশ্বাস্য ভাবে নিজের দাম ১৪ কোটি ওঠার দীপক চাহার চেয়েছিলেন দর হাঁকা বন্ধ হোক

আর নিজের দাম এতটা বেশি তাঁর উঠবে হয়তো নিজেও ভাবেননি দীপক। এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ভারতীয় বোলার দীপক চাহারই। আর তাঁর এই কৃতিত্বে উচ্ছ্বসিত দীপক নিজেও।

দীপক এই বিষয়ে বলেছেন, ‘সিএসকে-তে ফিরে এসে সত্যিই খুশি এবং আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য মাহি ভাই (এমএস ধোনি) এবং ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। অন্য দলে খেলার কথা ভাবতেই পারিনি। আমি শুধু সিএসকে-র হয়ে খেলতে চেয়েছিলাম। আমি জানতাম সিএসকে আমাকে নেবে। শ্রীনি স্যার (এন শ্রীনিবাসন) আমাকে বলেছিলেন, তুমি সারা জীবন হলুদ জার্সিতেই খেলবে।’

এসময় দীপক চাহার আরো বলেছেন, ‘১৪ কোটি দাম ওঠার পর তিনি চেয়েছিলেন যেন দর হাঁকা বন্ধ হোক। কারণ তাঁর পিছনে বাড়তি টাকা খরচ না করে, আর কিছু প্লেয়ার চেন্নাই সুপার কিংস যাতে খেলতে পারে, সেটাই নাকি চেয়েছিলেন চাহার। তিনি দাবি করেছেন, ‘আমি যখন ১৪ কোটিতে পৌঁছেছিলাম, তখন চেয়েছিলাম, দর হাঁকা বন্ধ হোক। কারণ আমি সিএসকে-তেই খেলতে চেয়েছিলাম। এবং চেয়েছিলাম, সিএসকে আরও কিছু প্লেয়ার কিনুক।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ