ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

খারাপের একটা লিমিট থাকে আমাদের বোলাররা তার ১০%ও বাস্তবায়ন করতে পারেনি : মুশফিকুর রহিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৪ ২২:২২:২৯
খারাপের একটা লিমিট থাকে আমাদের বোলাররা তার ১০%ও বাস্তবায়ন করতে পারেনি : মুশফিকুর রহিম

এরমধ্যে ৪৪ বলে ৭টি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়ে ৮৯ রান করে অপরাজিত থাকেন চ্যাডউইক ওয়ালটন। আর ম্যাচ হারের কারণ হিসাবে বোলাদেরকে দায়ী করেছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। বোলিংয়ের কারণেই ম্যাচ হেরেছে বলে জানিয়েছেন মুশফিক। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকুর রহিম বলেন,

“ব্যাটিংয়ে নয়, আমার মূলত হেরেছি বোলিংয়ের কারণে। ওদের প্রথম ১০ ওভারেই ৩ উইকেট চলে গিয়েছে, সেখান থেকে শেষ ১০ ওভারে আপনি ১৩০ রান দিবেন এটা আসলে কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের যেই পরিকল্পনা ছিল আমার মনে হয় বোলাররা তার ১০%ও বাস্তবায়ন করতে পারেনি”।

তবে বলেন খারাপ করার একটা সীমা থাকে বলে জানিয়েছেন মুশফিক। এসময় তিনি আরো বলেন, “খারাপের একটা লিমিট থাকে। সেই খারাপটাও যদি আমরা বুঝতে পারতাম, তাহলেও হয়তো ১৭০ কিংবা ১৮০ তে ওদের আঁটকানো যেতো। আমি হয়তো বোলারদের ওদের দায়িত্বটা কী সেটাই বোঝাতে পারিনি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ