ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএল নিলামে অনেক বড় ভুল দিল্লির থেকে বেশি দর হাঁকানোর পরও খলিলকে পায়নি মুম্বই

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৫ ১৯:১৭:৫৯
আইপিএল নিলামে অনেক বড় ভুল দিল্লির থেকে বেশি দর হাঁকানোর পরও খলিলকে পায়নি মুম্বই

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে খলিলকে নিয়ে মুম্বই এবং দিল্লির মধ্যে টানাটানি শুরু হয়। খলিলের বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা। প্রাথমিকভাবে দর হাঁকে মুম্বই। তারপর আসরে নামে দিল্লি। সেভাবেই চলতে চলতে খলিলের দাম চার কোটি টাকা পেরিয়ে যায়। মুম্বই ৪.৪ কোটি দাম দেওয়ার পর দ্রুত ৪.৬ কোটি দর হাঁকে দিল্লি ক্যাপিটালস। তারপরই শুরু হয় বিভ্রান্তি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ৪.৮ কোটি টাকার জন্য প্যাডেল তুলেছে মুম্বই। পালটা পাঁচ কোটির দর হাঁকে দিল্লি। যদিও প্রাথমিকভাবে মুম্বই যে ৪.৮ কোটি টাকার দর হেঁকেছিল, তা সম্ভবত খেয়াল করেননি নিলামকারী। বরং মুম্বইকে দেখে যখন দিল্লি পাঁচ কোটির দর হাঁকে, তখন নিলামকারীকে বলতে শোনা যায়, 'আপনারা ইতিমধ্যে ৪.৬ কোটি টাকায় আছেন।' তারপর মুম্বইয়ের তরফে ৪.৮ কোটি টাকার প্যাডেল তোলা হয়। দিল্লিও পাঁচ কোটি টাকার দর হাঁকে। অর্থাত্‍ সেখানে মুহূর্তের বিভ্রান্তি তৈরি হলেও কোনও ভুল হয়নি। কিন্তু তারপরই চারু শর্মার বিরুদ্ধে ভুলের অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ