ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মিরপুরে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে বাপ্পি লাহিড়ীর ছবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৬ ২১:৪৯:৩৬
মিরপুরে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে বাপ্পি লাহিড়ীর ছবি

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ওই ম্যাচের একটা সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে বাপ্পি লাহিড়ীর ছবি। তাতে লেখা ছিল, ‘রিমেম্বারিং বাপ্পি লাহিড়ী’।

বিপিএলের সঙ্গেও যুক্ত হয়ে আছে ভারতীয় এই সংগীতশিল্পীর নাম। বিপিএলের প্রথম আসরের ‘থিম সং’ গেয়েছিলেন তিনি। নিজের সুর ও সংগীত আয়োজনের ওই গান গাইতে ২০১২ সালের বিপিএল উদ্বোধনীতে ঢাকায় এসেছিলেন বাপ্পি লাহিড়ী। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি শিল্পী কুমার বিশ্বজিৎ ও শানের সঙ্গে গলা মিলিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। দীর্ঘদিন যাবত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগে ভুগছিলেন তিনি। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ