ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাক সাংবাদিকের দাবি আইপিএল নিলামে আফ্রিদির দাম উঠত ২০০ কোটি, শুরু বিদ্রুপের ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৮:৩৫
পাক সাংবাদিকের দাবি আইপিএল নিলামে আফ্রিদির দাম উঠত ২০০ কোটি, শুরু বিদ্রুপের ঝড়

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে যেখানে দল গড়ার জন্য ৯০ কোটি টাকার স্যালারি পার্স বেঁধে দেওয়া হয় এবং সেই টাকায় অন্তত ১৮ জন ক্রিকেটারকে দলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, সেখানে একজন ক্রিকেটারের দামই কিনা ২০০ কোটি টাকা, ভাবা যায়!

টুইটারে এমন মন্তব্য করার পর স্বাভাবিকভাবেই নেটিজেনদের একচেটিয়া বিদ্রুপের মুখে পড়তে হয় ইতিশাম উল হক নামের সেই সাংবাদিককে। মজাদার সব মন্তব্য উড়ে আসতে থাকে ইতিশামের টুইটের প্রতিক্রিয়ায়।

Neeche Se Topper নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে শাহিন আফ্রিদির সম্ভাব্য ২০০ কোটি টাকা দামের প্রতিক্রিয়ায় লেখা হয়, ‘তাহলে ভালো হবে শাহিন আফ্রিদিকে বিশ্বব্যাঙ্কের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।’

Ranjan নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘বলছেন কী ভাই! ২০০ কোটিতে তো গোটা পাকিস্তানের নিলাম হয়ে যাবে।’

PrinceJii নামক টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ২০০ কোটিতে কতগুলো শূন্য বসে, কোনও ধারণা আছে?'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ