ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান, দেখেনিন পরিসংখ্যান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২২ ১৮:৩৯:০৫
রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান, দেখেনিন পরিসংখ্যান

তবে একটি দিক দিয়ে ঠিকই টাইগারদের সাথে সমান তালে পারফর্ম করে যাচ্ছে আফগানরা, আর সেটি হলো পারফরম্যান্স। যতই গরীব হোক আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিংবা তাদের দেশের ক্রিকেট অবকাঠামো যতই দুর্বল হোক না কেনো। খেলার মাঠে তাদের পারফরম্যান্স ঠিকই দিন দিন ভালো হচ্ছে আরে দিনশেষে পারফরম্যান্স টাই তো দেখবে সবাই।

টি-টোয়েন্টিতে টাইগারদের চেয়ে আফগানরা ভালো দল এটা মোটামুটি টাইগার সমর্থকেরাও মেনে নিয়েছেন। তবে নিজেদের প্রিয় ফরমেট ওয়ানডেতে আফগানদের পাত্তাই দিবে না টাইগাররা এতটুকু প্রত্যাশা করতেই পারে সমর্থকরা। তবে এখানেও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে টাইগারদের। আফগানদের বিপক্ষে আট ম্যাচে টাইগাররা পাঁচটি জিতেছে ঠিকই কিন্তু পাশাপাশি তিনটি হার ও রয়েছে। আফগানদের বিপক্ষে সর্বশেষ ২০১৬ সিরিজেও তিন ম্যাচের একটিতে হেরেছে টাইগাররা। পাশাপাশি এশিয়া কাপেও এই আফগানদের বিপক্ষেই বিশাল ব্যবধানে ওয়ানডে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে ১৩৬ রানে হারতে হয় টাইগারদের।

এমনকি এশিয়া কাপে আফগানদের বিপক্ষে পরবর্তী ম্যাচেও কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের অসাধারণ শেষ ওভারের প্রেক্ষিতে ম্যাচটি মাত্র তিন রানে জিততে পারে টাইগাররা। অর্থাৎ মুস্তাফিজের একটি সাদামাটা ওভারই হয়তো আফগানদের বিপক্ষে টাইগারদের আরেকটি হার লিখে দিত।

নির্দ্বিধায় টাইগারদের জন্য চ্যালেঞ্জটি কঠিন হবে তা বলার বাকি থাকেনা। ভয় যেমন রয়েছে, তেমনি রয়েছে আশাও। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দল যেনো এক বদলে যাওয়া বাংলাদেশ। হয়তোবা তামিমের নেতৃত্বেই আফগানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ