ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২২ ২২:৪৪:০৩
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরা শক্তি নিয়েই মাঠে নামবে। পূর্ণশক্তির স্কোয়াডে এবার আছেন কয়েকজন তরুণ মুখ। এই ম্যাচে অভিষিক্ত হতে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় বা ইয়াসির আলী রাব্বিকে। এছাড়া তেমন বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলতে একাদশে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ স্পিন ডিপার্টমেন্টে পাশে পাবেন সাকিব আল হাসানকে। অলরাউন্ডারদের মধ্যে আরও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব, যারা থাকছেন গেম প্ল্যানে।

ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ভরসা লিটন দাস। তিন নম্বরে যথারীতি সাকিবই থাকছেন। উইকেটরক্ষকের ভূমিকায় মুশফিকুর রহিমেরই থাকার কথা রয়েছে। ইয়াসির ও জয়ের মধ্যে যার সুযোগ হবে খেলা, তাকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখার কথা আগেই জানিয়েছেন অধিনায়ক।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়/ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ