ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

তোমাদেরকে বিদায় বলা আমার জন্য সবচেয়ে কঠিন : ওয়ার্নার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৬ ১১:৫৪:০০
তোমাদেরকে বিদায় বলা আমার জন্য সবচেয়ে কঠিন : ওয়ার্নার

ইনস্টাগ্রামে মেয়ে ও স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি কোলাজ করে পোস্ট দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তারকা।ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়েদের বিদায় বলা সবসময় কঠিন। গত কয়েক মাস ধরে আমরা অনেক মজা করেছিলাম। কিন্তু আবারো আমরা একসঙ্গে হওয়ার আগে কয়েক সপ্তাহের জন্য ক্রিকেটে ফেরার সময় এখন।

আমি তোমাদের সবাইকে অনেক মিস করব ক্যান্ডিস।’ ২৪ বছরে প্রথমবার পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। দুই দল তিন টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। সফরটি শেষ হবে ৫ এপ্রিল। তারপরই আইপিএল খেলতে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ভারতে যাবেন ওয়ার্নার।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দীর্ঘ সময় খেলা ৩৬ বছর বয়সী ওপেনার এবারের আইপিএল খেলবেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। উল্লেখ্য, জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ২৯ মে হবে প্রতিযোগিতার ফাইনাল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ