ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

অল আউটের পথে বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৪:১৫:৫৯
অল আউটের পথে বাংলাদেশ,দেখেনিন সর্বশেষ স্কোর

ইনিংসের ৩৬তম ওভারের ৫ম বলটি ছিল গুড লেংথে। লং অনের দিকে উড়িয়ে মেরেছিলেন লিটন। কিন্তু বাউন্ডারি পার করতে পারেননি। তালুবন্দি হন গুলবাদিনের হাতে। এতেই ১১৩ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে লিটনের। দুর্দান্ত ইনিংসটি ৭টি বাউন্ডারিতে সাজান তিনি।

এর আগে ইনিংসের ২০তম ওভারের দ্বিতীয় বলে আজমতউল্লাহর বলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন লিটন। ৬৩ বলে এদিন ফিফটি তুলে নেন লিটন। লিটন ফেরার পরপরই ফেরেন আফিফ হোসেন। ৬ বলে ৫ রান করে আফিফ যখন ফিরছেন তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ৬ উইকেটে ১৬০ রান। বিজ্ঞাপন

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাস শুরুটা ধীরগতির করেছিলেন। উদ্বোধনী জুটিতে ৪৩ রান তুলে তামিম ইকবাল ফারুকীর বলে বোল্ড হয়ে ফেরার পর অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে করলেও পরের দুটিতে ব্যাট হেসেছে লিটন দাসের। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক শতকের পর তৃতীয় ম্যাচে ইতোমধ্যেই তুলে নিয়েছেন অর্ধশতক। বিজ্ঞাপন

ইনিংসের ২০তম ওভারের দ্বিতীয় বলে আজমতউল্লাহর বলে এক রান নিয়ে অর্দশতক পূর্ণ করেন লিটন। ৬৩ বলে এদিন ফিফটি তুলে নেন লিটন।

এরপর সাকিব আল হাসানের সঙ্গে জুটিটা আর বেশি বড় হয়নি। আজমতউল্লাহর বলে থার্ড ম্যান দিয়ে বল কাট করতে চেয়েছিলেন সাকিব কিন্তু শেষ পর্যন্ত বোল্ড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। ৩৬ বলে ৩০ রান করে ফেরেন সাকিব। বিজ্ঞাপন

এর আগে লিটন এবং সাকিব মিলে ৬৯ বলে ৬১ রানের দুর্দান্ত জুটি গড়েন। যার মধ্যে ৩৬ বলে ৩০ রান করেন সাকিব আর ৩৩ বলে ২৮ রান আসে লিটনের ব্যাট থেকে। সাকিব যখন ফিরলেন তখন বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান।

তার আগে ফজলহক ফারুকী নামটা হয়তো আলাদভাবেই মনে থাকবে তামিম ইকবালের। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তামিম। মনে করা হচ্ছিল বিপিএল শেষ হতেই শুরু হওয়া আফগানিস্তান সিরিজে নজর কারবে তামিমের ব্যাট। কিন্তু হলো উল্টোটা। আর তার বড় কারণ ফজলহক ফারুকী। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই তামিমকে দ্রুত ফিরিয়েছেন আফগান পেসার। বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৩৮ ওভারে ৬ উইকেট ১৬০ রান। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ১৪ এবং মিরাজ ০।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ