ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পাপন বললেন নিশ্চিত, সাকিবের মুখে তালা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০১ ২০:১৬:০১
পাপন বললেন নিশ্চিত, সাকিবের মুখে তালা

আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে, সেখানে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। আইপিএলের কারণে সাকিব ওয়ানডে খেলতে রাজি হলেও টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন।

তবে দল না পাওয়ায় আইপিএলে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না সাকিবের। তাহলে দক্ষিণ আফ্রিকায় কি তিনি ওয়ানডের পাশাপাশি টেস্টও খেলবেন? এই প্রশ্ন ঘুরছে সর্বত্র। বিসিবি সভাপতি অবশ্য নিশ্চিত করেছেন, আইপিএলের ব্যস্ততা না থাকায় দক্ষিণ আফ্রিকায় টেস্টও খেলবেন সাকিব। তবে এখনও বিসিবি সভাপতির সাথে আলোচনা হয়নি সাকিবের।

তবে খোদ সাকিব এ নিয়ে মুখ খুললেন না অনেক অনুরোধের পরও। ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফেরার পর মঙ্গলবার (১ মার্চ) এক অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন কি না।

প্রশ্নের জবাবে হাসিমাখা কণ্ঠে সাকিব বলেন, ‘আজ ছুটিতে আছি। ছুটির দিনে খোলাসা করার কিছু নেই। জানতে চান, জানতে পারবেন।’

অবশ্য শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, ‘ছুটির দিন’ বলে সাকিব এদিন কোনো ক্রিকেটীয় প্রশ্নেরই উত্তর দেননি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ