ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

সুজন ছাড়া দলবদল হলো সব কোচের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০১ ২১:৫৭:৪৬
সুজন ছাড়া দলবদল হলো সব কোচের

ঢাকাই ক্লাব ক্রিকেটের দলবদল কেন্দ্র করে আগের সেই প্রাণচাঞ্চল্য নেই। ভক্ত ও সমর্থকরা বরং বিপিএলে কে কোন দলে খেলবেন, তা জানতেই আগ্রহী থাকে বেশি।

তারপরও এবার প্রিমিয়ার লিগের দলবদল নিয়ে ক্লাব কর্তা ও ক্রিকেটার এবং কোচরা অনেক আগে থেকেই তৎপর। ভেতরে ভেতরে শোরগোলও শোনা গেছে। একদম শেষ খবর, ৮০ থেকে ৯০ ভাগ দলবদল সম্পন্ন হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতা বাকি।

এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে সংযোজিত হয়েছে এক নতুন মাত্রা। ক্রিকেটারদের পাশাপাশি এবার অনেকদিন পর কোচরাও দলবদল করেছেন।

খালেদ মাহমুদ সুজন ছাড়া ৪ শীর্ষ ও নামী প্রশিক্ষক এবার পুরনো দল ছেড়ে যোগ দিয়েছেন নতুন দলে। তারা দল গঠনেও রেখেছেন বিরাট ভূমিকা।

চ্যাম্পিয়ন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন এবারও আকাশি-হলুদ শিবিরেই আছেন। তিনি ছাড়া সারোয়ার ইমরান, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ সালাউদ্দীন আর সোহেল ইসলাম এবার নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন।

এর মধ্যে সবচেয়ে সিনিয়র কোচ সারোয়ার ইমরান ৪ মৌসুম প্রাইম ব্যাংকে কাটিয়ে এবার দল পাল্টে এসেছেন ঐতিহ্যবাহী মোহামেডানে। আর মোহামেডানে অন্তত ৬ মৌসুম কাটানো সোহেল ইসলামের এবারের দল শেখ জামাল।

একই ভাবে গাজী গ্রুপের প্রায় স্থায়ী কোচ বনে যাওয়া মোহাম্মদ সালাউদ্দীনও এ বছর নতুন ক্লাব খুঁজে নিয়েছেন। তার এবারের দল প্রাইম ব্যাংক।

অন্যদিকে প্রাইম দোলেশ্বরের সঙ্গে দীর্ঘ অর্ধযুগের ও বেশি সময় ধরে থাকা মিজানুর রহমান বাবুল এবার দল পাল্টে প্রিমিয়ার ক্রিকেটের নতুন অতিথি রূপগঞ্জ টাইগার্সে।

ওপরে যে ৪ কোচের কথা বলা হলো, তারা সবাই আজ মঙ্গলবার জাগো নিউজের সাথে আলাপে ২০২২ সালের প্রিমিয়ার লিগে নতুন দলে যোগদান এবং দল সাজানোয় সক্রিয় ভূমিকার কথা স্বীকার করেছেন।

এর পাশাপাশি জাতীয় দলের সাবেক ড্যাশিং উইলোবাজ আফতাব আহমেদ দল পাল্টাননি। এবারও লিজেন্ডস অব রূপগঞ্জে থেকে গেছেন। তালহা জুবায়েরও শাইনপুকুরের হেড কোচের দায়িত্বে থেকে যাচ্ছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ