ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

খাদের কিনারায় দাড়িয়ে বাংলাদেশ ও আফগানিস্থান,হতে যাচ্ছে মহা বিপদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০২ ১১:৫৬:২৭
খাদের কিনারায় দাড়িয়ে বাংলাদেশ ও আফগানিস্থান,হতে যাচ্ছে মহা বিপদ

আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ছোট ফরম্যাটের সিরিজ। দুই ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দলই।

ওয়ানডের মতো টি-২০ সিরিজেও র‌্যাংকিংয়ে উন্নতির হাতছানি আছে বাংলাদেশ দলের সামনে। এবার প্রতিপক্ষ আফগানদের টপকে যাওয়ার সুযোগই ধরা দিয়েছে। এমন উন্নতির স্বাদ পেতে হলে সিরিজটা জিততে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। অবশ্য সিরিজ জিতলে আফগানদেরও উন্নতি হবে র‌্যাংকিংয়ে।

এখন টি-২০ র‌্যাংকিংয়ের নবম দল বাংলাদেশ, রেটিং পয়েন্ট ২৩১। অষ্টম স্থানে থাকা আফগানদের রেটিং পয়েন্ট ২৩২। মিরপুরে সিরিজটা ২-০ তে জিততে পারলে বাংলাদেশ অষ্টম স্থানে উঠে আসবে। তখন রেটিং পয়েন্ট হয়ে যাবে ২৩৩।

সিরিজ হারলে আফগানরা ২২৭ রেটিং নিয়ে দশম স্থানে নেমে যাবে। আর সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ সিরিজটা ২-০ তে হেরে গেলে ২২৮ রেটিং নিয়ে দশম স্থানে চলে যাবে। তখন ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান উঠে আসবে সপ্তম স্থানে। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-২০।

তবে এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। ঘরের মাঠে তিন ম্যাচ খেলে দুটি জয় আছে, একবার হেরেছে টাইগাররা। দুই দলের সর্বশেষ সাক্ষাৎটা আরও বিভীষিকাময় বাংলাদেশের জন্য। ভারতের দেরাদুনে ৩-০ তে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। টানা দুই ওয়ানডে হারলেও শেষ ম্যাচ জিতে জয়ের আত্মবিশ্বাসে ফিরেছে সফরকারী দল। মিরপুরে টি-২০ সিরিজে নিশ্চিতভাবেই বাংলাদেশের বড়সড় পরীক্ষা নেবেন রশিদ-মুজিবরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ