ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু পুঁজি বাংলাদেশের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৩ ১৬:৪৯:১৬
লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু পুঁজি বাংলাদেশের

৫ বলে ২ রান করে নাঈম ফিরলেও মুনিম রান তোলার চেষ্টা চালিয়ে যান। তবে ওয়ান ডাউনে নামা লিটন দাসকে ক্রিজে রেখে মুনিমকে ফিরতে হয় সাজঘরে। তার আগে ১৮ বলের মোকাবেলায় ১৭ রান করেন ৩টি চার হাঁকিয়ে।

থিতু হতে পারেননি সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিব ৬ বলে ৫ ও একটি ছক্কা হাঁকানো রিয়াদ ৭ বলে ১০ রান করে আউট হলে লিটনের সাথে দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। আফগানিস্তানের ধারাল বোলিং সামলে দেখেশুনে খেলতে থাকেন দুইজন।

৮০ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন লিটন ও আফিফ, যা ভাঙে লিটনের বিদায়ে। ৩৪ বলে অর্ধশতক তুলে নেওয়া লিটন সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৬০ রান করেন ৪টি চার ও ২টি ছক্কার সহায়তায়। একই ওভারে আফিফকেও ফিরতে হয় সাজঘরে। তার আগে ২৪ বলে করেন ২৫ রান, হাঁকান ২টি চার।

শেষদিকে দায়িত্ব বর্তায় দুই তরুণ শেখ মেহেদী হাসান ও অভিষিক্ত ইয়াসির আলীর কাঁধে। দুজনের ভুল বোঝাবুঝিতে শেষ ওভারে রানআউট হন ৭ বলে ৮ রান করা ইয়াসির। একই ওভারে রানআউট হন মেহেদীও (৭ বলে ৫ রান)। দুটি রানআউটেই মূল কীর্তি রশিদ খানের। নাসুম আহমেদ ২ বলে ৩ ও শরিফুল ইসলাম ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। টি-টোয়েন্টি আফগানদের বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আফগানিস্তানের পক্ষে বল হাতে আঁটসাঁট ছিলেন রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় একটি উইকেটও শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ

বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার)

লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭

ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ১৫৬ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ