ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

দেশে বাঁহাতি স্পিন বোলিংয়ের বিপ্লব ঘটাচ্ছেন নাসুম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৩ ২০:৪৫:৩১
দেশে বাঁহাতি স্পিন বোলিংয়ের বিপ্লব ঘটাচ্ছেন নাসুম

তবে যতদিন গিয়েছে আস্তে আস্তে দেশে বাঁহাতি স্পিনারের অকাল দেখা দিয়েছে। পরবর্তী একটা সময় এক সাকিব ছাড়া জাতীয় দলের পাইপলাইনে কোন বাঁহাতি স্পিনারই ছিলনা। এখন আবার দৃশ্যপট পরিবর্তন হয়েছে টি-টোয়েন্টি দলে সাকিব এবং নাসুম ২ বাঁহাতি স্পিনার একসাথে খেলেন। এবং আজকে সেই নাসুমের বাঁহাতি স্পিনে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় আফগান ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে দশ রান দিয়ে চার উইকেট শিকার করেন নাসুম।

টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে মোটামুটি অবিশ্বাস্য একটি পারফরমেন্স বলা যেতে পারে। নাসুমের করা প্রতিটি বলই যেন আফগানদের কাছে হয়ে উঠেছিল এক একটি গোলক ধাঁধা। অথচ তেমন কোনো ভ্যারিয়েশন করার চেষ্টাই করেননি নাসুম।

উইকেটে বরাবর লাইন টু লাইন আদর্শ বাঁহাতি স্পিন বোলিং করে গিয়েছেন নাসুম। নাসুমের মূল শক্তি ভালো জায়গায় টানা বল করা। যে কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে এত বেশি সফলতা পাচ্ছেন এই বাঁহাতি স্পিনার। তবে শুধু এ ম্যাচ নয় বিগত অনেক সময় ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন নাসুম।

দেশের মাটিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও অসাধারণ ছিলেন নাসুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রানে চার উইকেট স্বীকার করার মতো অসাধারণ পারফরম্যান্সও রয়েছে তার। এখন পর্যন্ত ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬ উইকেট শিকার করেন নাসুম। এছাড়া এবারের বিপিএলে ও ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন নাসুম। বিপিএলের শীর্ষ ১০ উইকেট শিকারিদের মধ্যে একজন ছিলেন এ বাঁহাতি।

বিপিএলে ১১ উইকেট স্বীকার করেন নাসুম, তবে উইকেটের চেয়েও বেশি কার্যকরী ছিল, নাসুমের ইকনোমিক্যাল বোলিং। বিপিএলে নাসুমের বল খেলতে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল ব্যাটসম্যানদের। এমনকি বিশ্বক্রিকেটের অনেক পরিচিত তারকাও এ বাঁহাতিকে সমীহ করে খেলছিলেন।

সুতরাং বলা যেতেই পারে স্পিন বোলিং ডিপার্টমেন্টে সাকিবের একটি যোগ্য পার্টনার পাওয়া গিয়েছে। নিঃসন্দেহে এখনো অনেক দূর যেতে হবে নাসুমেকে। তবে তার সম্প্রতি পারফরম্যান্স আশাবাদী করছে সবাইকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ