ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

গুজরাটে জেসন রয়ের বদলি হিসেবে ৫ ক্রিকেটারের নাম প্রকাশ, আছেন এক বাংলাদেশী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৬ ১১:৪৯:৩৯
গুজরাটে জেসন রয়ের বদলি হিসেবে ৫ ক্রিকেটারের নাম প্রকাশ, আছেন এক বাংলাদেশী

তাই বাধ্য হয়ে নতুন করে ক্রিকেটার খুঁজছে গুজরাট টাইটান্স। যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপরেও চোখ আছে আইপিএলের নতুন এই ফ্যাঞ্জাইজিটির।

জেসন রয়ের বদলি হিসেবে গুজরাট লায়ন্স দলে নিতে পারে সম্প্রতি এমন সম্ভাব্য পাঁচ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম। যেই তালিকায় আছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও।

সাকিব ছাড়াও সেই তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ওপেনার দাভিদ মালান, নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল এবং আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহাক 'মিস্টার আইপিএল' খ্যাত ভারতের সুরেশ রায়না।

প্রসঙ্গত, এবারের মেগা অকশনে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নাম উঠেছিল সাকিব আল হাসানের। তবে নিলামে টাইগার অলরাউন্ডারের উপরে আগ্রহ দেখায়নি কোনো ফ্যাঞ্জাইজি। ফলে অবিক্রীত রয়ে গেছিলেন সাকিব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ