ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দেশের সঙ্গে প্রতারণা করতে চায় না: সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৬ ২৩:০১:৪৬
দেশের সঙ্গে প্রতারণা করতে চায় না: সাকিব

যদিও প্রোটিয়াদের বিপক্ষে পুরো সিরিজ খেলা নিয়ে সন্দিহান সাকিব নিজেই। পারফর্ম করার মতো মানসিক এবং শারীরিক অবস্থায় না থাকায় ক্রিকেট থেকে বিরতি চাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সেই সঙ্গে সাকিব জানিয়েছেন, পারফর্ম করার মতো অবস্থায় না থেকে খেলে সতীর্থ এবং দেশের সঙ্গে প্রতারণা করতে চান না তিনি।

সাকিব বলেন, ‘আমি যেটা নিজে মনে করি যে আমার প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষ যেটা প্রত্যাশা করে, যে ধরনের পারফরম্যান্স। সেটা যদি আমি করতে না পারি সেখানে আমি প্যাসেঞ্জার হয়ে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা আমার সতীর্থদের সঙ্গে প্রতারণা করার মতো একটা ব্যাপার হবে বলে আমি মনে করি।’

‘আমি যেটা বললাম এটা আসলে সবকিছু সিদ্ধান্তের ব্যাপার। পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল আমি রাজিও হয়েছি যে পুরো সিরিজটা খেলবো। কিন্তু এখন মানসিক এবং শারীরিক অবস্থা দেখছি আমার কিছু সময় দরকার বলে আমি মনে করি। সেটা এমনও হতে পারে যে ওয়ানডে সিরিজে বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে মানসিক এবং শারীরিক ভালো অবস্থায় থাকতে পারবো। সেটা হতে পারে।’

‘এটা আসলে সবকিছু আলোচনার উপর নির্ভর করবে। আসলে কি করলে ভালো হয়। কিন্তু আমার বর্তমান পরিস্থিতি এটা আমি মনে করি এই পরিস্থিতিতে যদি খেলতে যাই সেটা অবশ্যই আমার সতীর্থদের এবং দেশের সঙ্গে প্রতারণা করার মতো একটা বিষয় হবে। সেই জিনিসটা আমি অবশ্যই চাই না।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ