ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিব টেস্ট না খেলুক, আই ডোন্ট কেয়ার: সুজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৮ ১৭:০১:৫১
সাকিব টেস্ট না খেলুক, আই ডোন্ট কেয়ার: সুজন

লাল বলে সাকিব খেলবেন কি খেলবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ক্রমশই বেড়ে চলেছে। সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। তবে সেই সিরিজে তার খেলা নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে মাননিস এবং শারীরিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন তিনি।

সুজন বলেন, 'সাকিব টেস্ট ম্যাচ না খেললে, না খেলুক, আই ডোন্ট কেয়ার। আমি মনে করি, বিসিবি এটা নিয়ে এতো ভাবছে না। আপনিতো জোর করতে পারবেন না। আমরা চাই যে, সাকিব খেলুক। যতদিন পর্যন্ত সাকিব ফিট থাকবে আমরা চাই সে খেলুক।'

তিনি আরও বলেন, 'সে যদি মনে যে, সে উপভোগ করছে না, তাহলে আমার মনে হয় তার বলা উচিত আমি টেস্ট ম্যাচ খেলবো না বা ওয়ানডে খেলবো না বা টি-টোয়েন্টি খেলবো না। তাহলে আমরা বিসিবি থেকে যেটা করতে পারবো যে, সাকিবের জায়গায়তো আমরা একজনকে স্থায়ী করতে পারি।'

সুজন মনে করেন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের ম্যাচ খেলার জন্য জোর দিয়ে বলতে পারে টিম ম্যানেজমেন্ট। কিন্তু জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর বলেন, 'আপনি অনুর্ধ্ব-১৯ এর একটি ছেলেকে জোর করতে পারেন। কিন্তু আপনি ৩৬-৩৭ বছর বয়সের একটা ছেলেকে জোর করতে পারেন? তারা তাদের ভালো-মন্দ নিশ্চই বুঝে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ