ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ম্যানকাড নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৯ ১১:৪৬:১৭
ম্যানকাড নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

বিশ্বে করোনা হানা দেয়ার পর থেকেই বলে লালা ব্যবহারে অনুৎসাহিত করে আসা হচ্ছে। এবার সেটিকে একরকম নিয়মেই পরিণত করা হলো। এখন থেকে বলে লালা ব্যবহার করতে পারবেন না কোনো ক্রিকেটার।

কোনো ব্যাটার যখন ব্যাটিংয়ের সময় অফ স্টাম্প অতিক্রম করেন, তখন ওয়াইড সীমানায় বল করলেও 'ওয়াইড' দেয়া হয় না। নতুন নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে ওয়াইড দিবে কর্তব্যরত আম্পায়ার।

এছাড়াও ম্যানকাড়কে এখন থেকে রানআউট হিসেবে বিবেচনা করার নিয়ম করা হয়েছে। ৪১ নম্বর আইন থেকে ম্যানকাড়কে ৩৮ নম্বর আইনের আওতায় আনা হয়েছে। অর্থাৎ, বোলিং পুরোপুরি শেষ হওয়ার আগে বোলার প্রান্তে থাকা ব্যাটারকে সীমানা ছাড়তে অনুৎসাহিত করছে এমসিসি।

এছাড়াও আরেকটি নিয়মে এসেছে পরিবর্তন। এখন থেকে 'ডেড বল' হিসেবে সেই ডেলিভারিকেই গণনা করা হবে যদি বলটি উইকেটের মাঝে কোনও ব্যক্তি, বস্তু বা প্রাণী দারা দিকবিচ্যুত হয়ে থাকে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ