ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাবাদা-নরকিয়েদের পেতে নতুন কৌশল বিসিসিআই’র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৯ ১৩:০৮:৫১
আইপিএলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাবাদা-নরকিয়েদের পেতে নতুন কৌশল বিসিসিআই’র

বাংলাদেশের বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ মার্চ। এরপর টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ। এদিকে ২৬ মার্চ থেকে প্রায় দুই মাস ব্যাপী চলবে এবারের আইপিএল।

এমন অবস্থায় ক্রিকেটাররা আইপিএল খেলবেন নাকি অর্থের ঝনঝনানি বাদ দিয়ে জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন তা নিয়ে চিন্তিত ডিন এলগার। এই সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দেয়ার পক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। এদিকে নরকিয়ে-ডি ককদের আইপিএলে পেতে মুখিয়ে আছে ফ্র্যাঞ্চাইজিরা।

বিসিসিআইয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, 'বিসিসিআই গ্রায়েম স্মিথের সঙ্গে যোগাযোগ করবে এবং কয়েকজন তারকা খেলোয়াড়কে শুরু থেকে পাওয়ার চেষ্টা করবে। আশা করছি ভালো সমাধান পাবো, সিএসএর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।'

এদিকে প্রোটিয়া ক্রিকেটারদের অবশ্য দেশের হয়ে টেস্ট খেলার ব্যাপারেই জোর দিয়েছেন এলগার। জাতীয় দলের থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বড় হতে পারে না বলেও মনে করছেন তিনি।

এলগার আরও বলেন, 'তাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত হবে না যে এই টেস্ট ও ওয়ানডে ক্রিকেটই তাদেরকে আইপিএলে নিয়ে গেছে। এছাড়া অন্যান্য কোনো পথ তো আর নেই।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ