ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মানুষকে প্রমাণের কিছু নেই: তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ০৯ ১৭:২৬:২৭
মানুষকে প্রমাণের কিছু নেই: তামিম

বিপিএলের সতীর্থ ফজল হক ফারুকিকে সামলেই হিমশিম খেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ৮ রানে ফেরা তামিম পরের দুই ম্যাচে করেছেন ১২ ও ১১ রান। পুরো সিরিজে তামিমের রান মোটে ৩১। এমন পারফরম্যান্সে হতাশ হলেও নিজের ব্যাটিং নিয়ে বিচলিত নন তামিম। বরং রান না পেলেও নিজের প্রক্রিয়াটা ঠিক রাখতে চান বাঁহাতি এই ওপেনার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আমার মনে হয় না, খুব বেশি বিতর্ক আছে। যারা খেলে দেখে বা আপনারা যারা খেলে দেখে লিখেন প্রত্যেকেই কিন্তু আমাকে রান করতে দেখতে চান। কেউ চায় না যে আমি ভালো না খেলি বা আমার দলের কেউ ভালো না খেলুক। সবাই চায় বাংলাদেশের প্রত্যেকেটা খেলোয়াড় ভালো খেলুক। ভালো যদি না হয় তাহলে ওই খেলোয়াড়রা হতাশ হয়। সঙ্গে সঙ্গে আপনারাও হন। দর্শক যারা উনারাও হন।’

‘দিন শেষে প্রত্যেকেই কিন্তু চায় ওই ব্যক্তিটা আমি হই বা অন্য কেউ হোক সে যেন বাংলাদেশের জন্য ভালো খেলুক। তখন নিজে ভালো খেলবে, বাংলাদেশ ভালো খেলবে, আমরা জিতবো, প্রত্যেকেই এটা চায়। এখানে বিতর্কের কিছু নেই। আমি যেটা বললাম, যখন আমার সময় আসবে তখন আমি ঠিকই রান পাবো। আমি যদি রান না পাই তাহলে কঠোর পরিশ্রম চালিয়ে যাবো। আমি এর চেয়ে বেশি কিছু করতে চাই না।’

ক্যারিয়ারের শুরুর দিকে আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রশংসা কুড়ালেও খুব একটা ধারাবাহিক ছিলেন না তামিম। বয়সের কারণে খারাপ পারফরম্যান্সের ফলে নিজের ওপর বেশি চাপ নিতে তিনি। মানুষের সামনে প্রমাণের জন্য ব্যস্ত হয়ে পড়তেন ৩২ বছর বয়সি এই ব্যাটার।

যেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে ফেলেছেন বাঁহাতি এই ওপেনার। একটা সময় বেশি চাপ নিলেও এখন সেটা মাথায় নেন না তামিম। বরং বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, নিজের প্রক্রিয়া ঠিক রেখে, ভুল শুধরে নিজের ওপর বিশ্বাস রাখলে একটা সময় ঠিকই পাওয়া যাবে।

তামিম বলেন, ‘১৪ বছরে শিখেছি, আগে খারাপ খেললে মানুষজনের সামনে নিজেকে প্রমাণ করতে চাইতাম, ভালো খেললে এটা হবে ওটা হবে। আমার কাছে মনে হয় এটা নেতিবাচক ভাবনা ছিল। আমার কাছে মনে হয় যদি ৩ ম্যাচ ভালো খেলেনি এখন আমি দেখায় দেব তাহলে এটা আপনার জন্য অনেক চাপ তৈরি করবে নিজের প্রতি। এসব চিন্তা না করে আপনি যেটায় ভালো সেটায় চেষ্টা চালিয়ে যান।’

‘কোন ভুল যদি করেন সেটা শুধরে নেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন আপনার সময়ে আপনি ঠিকই রান পাচ্ছেন। আমি রান করলে আমি ওতোটা উদ্বিগ্ন হই না। আমার টিমে যদি অন্য কেউ রান না করে আমি ওইটা নিয়েও উদ্বিগ্ন হই না। কারণ আমি জানি প্রত্যেকে সামর্থ্যবান ক্রিকেটার। যখন তাদের সময় আসবে তারাও রান করবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ