ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১০ ১১:২৪:৩৩
ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা

আগের দিন সেঞ্চুরি করে দলকে পথ দেখাচ্ছিলেন জনি বেয়ারস্টো। এদিন অবশ্য লেজের সারির ব্যাটারদের থেকে খুব একটা সুবিধা পাননি তিনি। শুরুর দিকেই ক্রিস ওকস ফিরে যান ২৮ রান করে।

এরপর ক্রেইগ ওভারটন শুন্য ও মার্ক উড এক রানে ফিরে যান। শেষ উইকেট হিসেবে মাঠ ছাড়েন বেয়ারস্টো। আগের দিন ১০৯ করা এই ব্যাটার থেমেছেন ১৪০ রান করে।

ক্যারিবিয়ানদের হয়ে জেইডেন সিলস চার উইকেট নেন। দুটি করে উইকেট নেন কেমার রোচ, জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানরা শুরুতে সাবলীলভাবেই খেলছিল।

উদ্বোধনী জুটিতেই তারা তোলে ৮৩ রান। জোন ক্যাম্পবেল ৩৫ রান করে ফিরে যাওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় ক্যারিবিয়ান টপ অর্ডার। ইংলিশ পেসারদের সম্মিলিত আক্রমণে ১২৭ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা।

একে একে বিদায় নেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৫৫), শামারাহ ব্রুকস (১৮) ও জার্মেইন ব্ল্যাকউড (১১)। দিনের শেষ ভাগে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন এনক্রুমাহ বোনার ও হোল্ডার।

বোনার ৩৪ ও হোল্ডার ৪৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ওকস, ওভারটন, বেন স্টোকস ও উড।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩১১/১০ (১০০.৩ ওভার) (বেয়ারস্টো ১৪০, ফোকস ৪২; সিলস ৪/৭৯)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২০২/৪ (৬৬.৫ ওভার) (ব্র্যাথওয়েট ৫৫, হোল্ডার ৪৩*; স্টোকস ১/২০)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ