ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কপিলের রেকর্ড ভেঙে বিশেষ উপহার পেলেন অশ্বিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১০ ১৬:১৯:৩৯
কপিলের রেকর্ড ভেঙে বিশেষ উপহার পেলেন অশ্বিন

বুধবার, বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিয়োয় অশ্বিন বলেন, ‘কপিল (দেব) পাজি আমি একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। এছাড়া আমি উনাকে টপকে যাওয়ায় আমাকে শুভেচ্ছা জানিয়ে হাতে লেখা এক চিঠিও এসেছে উনার তরফে। অনেকেই ভুলে যান কপিল দেব, সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হরভজন সিংয়েরা অতীতে কী করেছেন।

উনাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। এই কৃতিত্ব গড়াটা আমি স্বপ্ন বললেও ভুল হবে, কারণ আমি কোনোদিন ভুলেও ভাবিনি যে আমি এতগুলি উইকেট নিতে পারব।’ কপিল দেবকে টপকে নতুন ইতিহাস রচনা করলেও, অশ্বিনের মনে আজও কপিলের রেকর্ড গড়ার মুহূর্তটা তাজা। অতীতের স্মৃতি হাতড়ে সেই ঘটানোরও বিবরণ দেন ভারতীয় তারকা।

‘আমার মনে আছে ১৯৯৪ সালে আমি আমার সঙ্গে এক বেতের চেয়ারে বসে খেলাদেখছিলাম এবং উনি অত্যন্ত মনোযোগ দিয়ে তা দেখছিলেন। আমি কী আমাদের প্রতিবেশীরাও সকলে একসঙ্গে জড়ো হয়েছিলেন। প্রথমে আমি বুঝতে না পারলেও, পরে বুঝি আমার বাবারা কপিল দেব স্যার রিচার্ড হ্যাডলির উইকেট সংখ্যা টপকে যাবেন বলে ওত উদ্বিগ্ন ছিলেন। পরে উনিই জানান কপিল দেব বিশ্বরেকর্ড গড়েছেন। তখন তেমন কিছু না বুঝলেও, কোনো ভারতীয় এমনটা করায় আমি ভীষণ গর্বিত হয়েছিলাম।’ জানান অশ্বিন। প্রসঙ্গত, কপিল দেব ১৩১টি টেস্ট খেলে ৪৩৪ উইকেট নিলেও, অশ্বিন তাঁর থেকে অনেক দ্রুত, মাত্র ৮৫ টেস্টেই সেই নজির পেরিয়ে গেলেন। বর্তমানে ৪৩৬ টেস্ট উইকেট নেওয়া অশ্বিনের পরের লক্ষ্য ৪৫০ উইকেট নেওয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ