ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দ:আফ্রিকা সফরে সাকিব না থাকায় মন্তব্য করলেন তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১০ ১৮:০৮:৫০
দ:আফ্রিকা সফরে সাকিব না থাকায় মন্তব্য করলেন তাসকিন

মানসিক ও শারীরিক অবসাদের কারণে লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান সাকিব। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবকে পাবে না টাইগাররা।

দলের ‘এক্স ফ্যাক্টর’ সাকিবকে দক্ষিণ আফ্রিকায় মিস করবেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেক মিস করব আসলে। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। এরপর টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুইদল। আগামী ৩১ মার্চ প্রথম টেস্ট ও ৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ