ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি পেসার খালেদ আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১০ ১৮:৪০:৩৯
নতুন চ্যালেঞ্জের মুখোমুখি পেসার খালেদ আহমেদ

এছাড়াও চাপের মুহূর্তে বোলিং করে নিজের চাপ নেওয়ার সক্ষমতাও প্রমাণ করেছেন এই পেসার। যদিও জাতীয় দলের হয়ে কখনো জ্বলে উঠতে পারেননি এই পেস বোলার। এখন পর্যন্ত চারটি টেস্ট ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র একটি। অর্থাৎ নিজের খেলা তিনটি টেস্ট ম্যাচেই উইকেটশূন্য ছিলেন এই পেস বোলার।

এই পারফরমেন্সকে মূল্যায়ন করা হলে কোনোভাবেই পরবর্তীতে দলে সুযোগ পাওয়ার কথা না খালেদের। তবে নির্বাচকরা তার বিপিএলের পারফরম্যান্সকে মূল্যায়ন করেছেন এবং প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন এ পেস বোলার। নিঃসন্দেহে খালেদের সামর্থ্য নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। ঘরোয়া ক্রিকেটে বেশ সফল এই পেস বোলার।

লিস্ট এ ক্রিকেটে ৩৪ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছেন খালেদ। ইকোনোমি ৬ এর নিচে ২৯.০৮ গড়টাও খুব একটা খারাপ নয়। সেরা বোলিং ফিগার ৩১/৪ উইকেট। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন খালেদ। তবে দক্ষিণ আফ্রিকা পেসারদের স্বর্গ হলেও, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করা বেশ চ্যালেঞ্জিং হবে।

ফলে সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দিতে হবে খালেদকে। ওয়ানডে এবং টেস্ট উভয় দলেই রয়েছেন খালেদ। তবে আপাতদৃষ্টিতে খালেদের ওয়ানডে একাদশে খেলাটা কঠিনই মনে হচ্ছে। তিন পেসার এবং দুই স্পিনার কম্বিনেশনে বোলিং আক্রমণ সাজানো হলে খালেদের খেলার সম্ভাবনা নেই। তিন পেসার মুস্তাফিজুর রহমান ,তাসকিন আহমেদ ,শরিফুল ইসলামের একাদশে খেলা একপ্রকার নিশ্চিত।তবে উইকেটে ঘাস বেশি থাকলে হয়তো ভিন্ন পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে ৪ পেসার এবং এক স্পিনার কম্বিনেশনে সাজানো হতে পারে দল। চতুর্থ পেসার হিসেবে এবাদত হোসেনকে খেলানো হতে পারে।

স্বাভাবিক অর্থেই খালেদের তুলনায় এবাদত বেশ এগিয়ে থাকবে। নিউজিল্যান্ডে এবাদতের সাম্প্রতিক পারফরম্যান্স, এছাড়া বিপিএলেও বেশ ভালো পারফর্ম করেছেন এবাদত। এছাড়া নিয়মিত ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন এবাদত। অর্থাৎ সব ক্ষেত্রেই তুলনামূলকভাবে এবাদত খালেদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। তবে যেহেতু দলে ডাক পেয়েছেন সর্বোচ্চ প্রস্ততিটা নিয়ে রাখতে হবে খালেদের। কেউ ইনজুরিতে পড়লে হয়তোবা দক্ষিণ আফ্রিকাতেই ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে খালেদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ