ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অধিনায়ক রোহিত আমাকে একাধিক নিদ্রাহীন রাত উপহার দিয়েছে: গৌতম গম্ভীর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১০ ২২:১৭:২৫
অধিনায়ক রোহিত আমাকে একাধিক নিদ্রাহীন রাত উপহার দিয়েছে: গৌতম গম্ভীর

প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স দল তার নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে। পাশাপাশি বর্তমানে ভারতীয় সিনিয়র দলের সব ফর্ম্যাটেই অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেছেন গৌতম গম্ভীর। আর তা করতে গিয়েই ফাস করেছেন গোপন এই কাহিনী। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত গম্ভীর আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশ জানিয়েছেন।

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে গৌতম গম্ভীর জানিয়েছেন দুই বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল এবং এবি ডিভিলিয়ার্সও তাকে সেইভাবে বিচলিত করতে পারেননি যতটা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন 'অধিনায়ক হিসেবে রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যে আমাকে নিদ্রাহীন রাত উপহার দিয়েছে। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স বা অন্য কেউ যে ঘটনা কোনদিন ঘটাতে পারেনি তা একমাত্র রোহিত পেরেছে। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এমন কোনও ক্রিকেটার নেই যিনি অধিনায়ক রোহিত শর্মার তুলনায় অধিক সফলতা পেয়েছেন।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ