ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পিচ নিয়ে সমালোচনা করায় কড়া জবাব দিলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১০:০২:৫২
পিচ নিয়ে সমালোচনা করায় কড়া জবাব দিলেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক

এক সাক্ষাৎকারে ইমাম বলেছেন, ‘পিচ যেমনই হোক, আমার কাজ শুধু পারফর্ম করা। কিউরেটররা আমার কথা মতো তো আর পিচ তৈরি করেননি। এমনকি তারা (কিউরেটর) আমার আত্মীয়ও নন। প্রত্যেক দলই তাদের শক্তিমত্তার কথা বিবেচনা করে পিচ বানায়।’

তিনি আরও বলেন, ‘ড্র কেউই চায় না। পাঁচদিনের ম্যাচে সবাই ফল চায়। কিন্তু আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তারা আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের মত নিয়ে উইকেট বানায় না। বরং নিজেদের পরিকল্পনা মতোই বানায়। তাই আমি মনে করি, আমাদেরও নিজেদের শক্তির জায়গাই দেখা উচিত।’

যত যাই হোক, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো নিঃসন্দেহে বড় অর্জন। তা জানা আছে ইমামের, ‘বড় দলের বিপক্ষে রান করার অনুভূতি অন্যরকম। সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্সই আমাকে ভালো খেলতে সাহায্য করেছে। ওয়ানডের পারফরম্যান্স কীভাবে টেস্টে দেখানো যায়, তা শিখেছি।’

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তান দলের জার্সি গায়ে চাপান ইমাম। তখন থেকেই সমালোচনা নিত্য সঙ্গী হয়েছে বলে মনে করছেন পাকিস্তানি ওপেনার। বিশেষ করে তৎকালীন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে আত্মীয়তা থাকায় একটু বেশিই টিপ্পনী সইতে হয়ে তাকে।

সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘দলে থাকি বা নাই থাকি, সমালোচনার শিকার হয়েছি আমি বারবারই। তাতে আমি বিন্দুমাত্র বিচলিত নই কারণ আমার কাজ শুধু পারফর্ম করে যাওয়া। রাওয়ালপিন্ডিতে আমার সেঞ্চুরির কোনো মূল্য আছে কি না সেই সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নেবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ