ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

উইকেটকে শাস্তি দিল আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ১০:৩৯:৩৪
উইকেটকে শাস্তি দিল আইসিসি

সেই টেস্টের পাঁচ দিনই ২২ গজে রাজত্ব করে দু’দলের ব্যাটাররা। যদিও এমন ম্যাচে একাই ৬ উইকেট পেয়েছিলেন পাক স্পিনার নুমান আলি। যদিও তখন টেস্টের চতুর্থদিন। পাঁচ দিনে দুই দল মিলে রান তুলেছিলো সর্বমোট ১১৮৭, যার বিপরীতে উইকেটে পড়েছিলো মাত্র ১৪টি। সেঞ্চুরি হয়েছিল ৪টি, যার সবকটিই পাকিস্তানের।

অবশেষে পিন্ডি টেস্টে পিচ নিয়ে কথা বলেছে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও। রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটকে ‘বিলো এভারেজ’ বলে শাস্তিও প্রদান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। নিষ্প্রাণ ড্র হওয়া ম্যাচ শেষে উইকেট নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজাকে।

তিনি বলেন, রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়। এতসব বক্তব্যের পর অপেক্ষায় ছিল ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের রিপোর্টের জন্য। মাদুগালে তার পর্যবেক্ষণে বলেছেন, ‘পাঁচ দিনে পিচের চরিত্র বদলায়নি একটুও। বাউন্স একটু নিচু হয়েছে শেষ দিকে, তবে পিচে আর কোনো ধরনের পরিবর্তন আসেনি।

পিচটায় পেসারদের জন্য গতি আর বাউন্স ছিল না তেমন, ম্যাচ যত সামনে এগিয়েছে, স্পিনাররাও সাহায্য পাননি। আমার চোখে এখানে ব্যাট আর বলের সমান লড়াই ছিল না। এর ফলে, আইসিসির দিকনির্দেশনা অনুযায়ী আমি একে গড়পড়তার চেয়ে নিম্নমানের শ্রেণিভুক্ত করছি।’

আইসিসির নিয়ম বলছে, যেকোনো ম্যাচের জন্য পিচে ব্যাটার এবং বোলার উভয়ের জন্য সমান সুবিধা থাকতে হবে। আইসিসির সেই নিয়ম মানেনি রাওয়ালপিন্ডির উইকেট। যার ফলে পিন্ডি স্টেডিয়ামের পাশে বসেছে এক ডিমেরিট পয়েন্ট। পরবর্তী ১২ মাসে রাওয়ালপিন্ডির উইকেট আরও চার ডিমেরিট পয়েন্ট পেলে এক বছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে বহিষ্কৃত হবে।

পরবর্তী ১২ মাসে সেই ডিমেরিট পয়েন্ট ১০ হলে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ হবে। উল্লেখ্য, এমন পিচের সমালোচনায় মুখর ছিলেন মোহাম্মদ হাফিজ, অজি অধিনায়ক প্যাট কামিন্স, ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর, অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ