ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

গোলাপি বলে এখনও আমরা নতুন: বুমরাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ২১:০৩:৩৯
গোলাপি বলে এখনও আমরা নতুন: বুমরাহ

পিঙ্ক বল টেস্ট শুরু হওয়ার পর থেকে ভারত মাত্র তিনটি ম্যাচ খেলেছে। 2019 সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে শুরু হয়েছিল। যেখানে বিরাট কোহলির দল বড় ব্যবধানে জিতেছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দিবা-রাত্রির টেস্ট খেলেন।

ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও, বিদেশের মাটিতে একমাত্র গোলাপি বলে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। 12 মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি ভারতের চতুর্থ গোলাপী বলের টেস্ট। যেখানে অস্ট্রেলিয়া মোট ৯টি টেস্ট খেলেছে।

যে কারণে জসপ্রিত বুমরাহ মনে করেন, গোলাপি বলের টেস্টে ভারত এখনও নতুন। এ প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘এখানে আপনাকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা খুব বেশি গোলাপি বলের টেস্ট খেলি না। গোলাপি বলে ক্যাচ ধরার ক্ষেত্রে আমরা এখনও অভ্যস্ত না। বোলাররা এবং ব্যাটাররাও সেভাবে অভ্যস্ত না।‘

‘আমরা যে কয়েকটা খেলা খেলেছি সেখান থেকে প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করছি। আলোর নিচে খানিকটা অন্যরকম আচরণ করে এবং আমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে। এই ফরম্যাটে আমরা এখনও নতুন। আমরা অনেকদিন পর গোলাপি বলের টেস্ট খেলছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ