ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নারী বিশ্বকাপ: অবিশ্বাস্যভাবে দেখা মিললো ৭ বলের ওভার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১১ ২১:১৭:৩৫
নারী বিশ্বকাপ: অবিশ্বাস্যভাবে দেখা মিললো ৭ বলের ওভার

দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ড তার করা প্রথম বলে কোনো রান নিতে পারেননি। পরের বলে ফাইন লেগ দিয়ে চার মারেন। তৃতীয় বলে কোনো রান হয়নি। চতুর্থ বলে ২টি রান নেন।

শুক্রবার নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে পাকিস্তানের বোলিং ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন ওমাইমা সোহাইল। আম্পায়ার ভুলে এক ওভারে ৭ বল করেন ওমাইমা।

সাউথ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ড তার প্রথম বলে রান পাননি। পরের বলে ফাইন লেগ দিয়ে চার মারেন তিনি। তৃতীয় বলে কোনো রান হয়নি। চতুর্থ বলে নেন ২ রান।

৫ নম্বর বলে ১ রান নেন তিনি। স্ট্রাইকে আসেন সানে লাস। ষষ্ঠ বলে সুইপ খেলতে গিয়ে মিস করেন তিনি। বলটি স্ট্যাম্পের সজাসুজি ছিল। পাকিস্তানি খেলোয়াড়দের এলবিডব্লিউর অনুরোধে সাড়া দেন আম্পায়ার।রিভিউ নেন লাস এবং বেঁচেও যান। কিন্তু আম্পায়াররা ভুলে গেলেন এটি ওভারের শেষ বল। এরপর ওমাইমাকে দিয়ে আরো একটি বল করান আম্পায়ার। সপ্তম বলে লাস লং অনে ঠেলে দিয়ে ১টি রান নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ