ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সেঞ্চুরি অপেক্ষায় রুট, দারুন শতক হাঁকালেন ক্রাওলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১২ ১২:২৪:৫৭
সেঞ্চুরি অপেক্ষায় রুট, দারুন শতক হাঁকালেন ক্রাওলি

৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা মাত্র তিনটি টিকতে পারে। ক্রওলির দাপট শুরু হয় তাদের ইনিংস শেষ হওয়ার পরপরই। আরেক ওপেনার, অভিষেক হওয়া অ্যালেক্স লিসও এই ইনিংসে ব্যর্থ হয়েছেন।

মাত্র ছয় রান করে কেমার রোচের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। অবশ্য ইংল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে নেয়া সেই উইকেটটির পর আর কোনো উইকেটই পাননি ক্যারিবিয়ানরা। দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি আদায় করে নেন ক্রাওলি ও জো রুট। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ক্রাওলিও। নর্থ সাউন্ডে পঞ্চম দিন শুরু করবেন ক্রাওলি ও রুট। ক্রাওলি অপরাজিত আছেন ১১৭ রানে। ৮৪ রানে ব্যাটিংয়ে আছেন ইংলিশ অধিনায়ক রুট।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩১১/১০ (১০০.৩ ওভার) (বেয়ারস্টো ১৪০, ফোকস ৪২; সিলস ৪/৭৯)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৩৭৫/১০ (১৫৭.৩ ওভার) (বোনার ১২৩; ব্র্যাথওয়েট ৫৫; স্টোকস ২/৪২)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ২১৭/১ (৬৩.২ ওভার) (ক্রাওলি ১১৭*, রুট ৮৪*; রোচ ১/৩১)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ