ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ইংল্যান্ডের হাসি হতাশায় বদলে দিল বোনার-হোল্ডাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৩ ১০:৫৯:৪৭
ইংল্যান্ডের হাসি হতাশায় বদলে দিল বোনার-হোল্ডাররা

জ্যাক ক্রাউলি পঞ্চম দিনে শুরুতেই সাজ ঘরে ফিরে আসেন। তিনি হোল্ডারের বলে ১২১ রানে বোল্ড আউট হন। এরপর ড্যান লরেন্সকে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ অধিনায়ক জো রুট।

৩৭ রান করে লরেন্স ফিরে গেলে ইংলিশ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। রুট ১০৯, বেন স্টোকস ১৩ ও বেন ফোকস এক রানে বিদায় নেন। ছয় উইকেটে ৩৪৯ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে তিন উইকেট নেন আলজারি জোসেফ। দুটি উইকেট নেন কেমার রোচ। একটি উইকেট নেন হোল্ডার।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ক্যারিবিয়ানরা। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৫৯ রান। কিন্তু এরপর দলীয় ৬৭ তে পৌঁছাতেই আরও তিন উইকেট হারায় তারা। স্টোকসের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৩৩)।

এরপর কয়েক ওভারের ব্যবধানে জন ক্যাম্পবেল (২২), শামারাহ ব্রুকস (৫) ও জার্মেইন ব্ল্যাকউডকে (২) ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন জ্যাক লিচ। যদিও আর কোনো বিপদ ঘটতে দেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বোনার ও হোল্ডার।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া বোনার দ্বিতীয় ইনিংসে ১৩৮ বলে অপরাজিত ৩৮ রান করেন। সঙ্গী হোল্ডার ১০১ বল খেলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর-

ইংল্যান্ড প্রথম ইনিংস- ৩১১/১০ (১০০.৩ ওভার) (বেয়ারস্টো ১৪০, ফোকস ৪২; সিলস ৪/৭৯)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ৩৭৫/১০ (১৫৭.৩ ওভার) (বোনার ১২৩; ব্র্যাথওয়েট ৫৫; স্টোকস ২/৪২)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ৩৪৯/৬ (৮৮.২ ওভার) (ডিক্লে.) (ক্রাওলি ১২১, রুট ১০৯; জোসেফ ৩/৭৮)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস- ১৪৭/৪ (৭০.১ ওভার) (বোনার ৩৮*, হোল্ডার ৩৭*; লিচ ৩/৫৭)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ