ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাঁচ ভাগে ভাগ হলো টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৩ ১২:০২:২৪
পাঁচ ভাগে ভাগ হলো টাইগাররা

এরপরের বহর দেশ ছেড়েছে শক্রবার রাত ১১টায়। তৃতীয় বহর আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দক্ষিণ আফ্রিকা উড়ে গেছে সকালে। এটুকু শুনে ভাববেন না এখানেই শেষ। আরও দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাবে জাতীয় দলের বহর। ১৩ মার্চ রোববার সকালে দক্ষিণ আফ্রিকা যাবেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট এবং বিসিবির চিকিৎসক।

রোববার রাতে একা বিমানে উড়বেন সাকিব আল হাসান। সাকিবকে এক ধরলে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ৫ ভাগে বিভক্ত হয়ে। প্রসঙ্গতঃ জাতীয় দলের সবার গন্তব্য এক নয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ (১৮ মার্চ) যেহেতু সেঞ্চুরিয়নে, তাই ওয়ানডে দলের প্রথম গন্তব্য জোহানেসবার্গ এবং ওয়ানডে দলের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন ফ্লাইটে গেলেও তারা সবাই জোহানেসবার্গ গিয়ে টিম হোটেলে উঠবেন।

অন্যদিকে টেস্ট দলের অনুশীলন হবে ভিন্ন শহর কেপটাউনে। সেখানে সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ ও অধিনায়ক গ্যারি কারস্টেনের একাডেমিতে ১০ দিনের ট্রেনিং সেশনে কাটাবেন টেস্ট স্পেশালিস্টরা। তাই টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম আগেভাগেই চলে যাবেন কেপটাউনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ