ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের জয়ের নায়ক ফাহিমা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৪ ১২:২৭:২৪
বাংলাদেশের জয়ের নায়ক ফাহিমা

সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের অন্যতম কারিগর ফাহিমা। যার সাত বলের মধ্যে ৪টি উইকেট হারিয়েছে পাকিস্তান। এর মধ্যে একটি ছিল রানআউট, বাকি তিনটি নিয়েছেন ফাহিমা নিজেই।

যার সুবাদে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটিও জিতেছেন ফাহিমা। ম্যাচে তার বোলিং ফিগার ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট। ফাহিমার ১৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটিই সেরা বোলিং ফিগা। তার লেগস্পিন ঘূর্নিতেই শেষ দিকে পথ হারিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে সিদ্রা আমিনের ব্যাটে যখন সহজেই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান, ঠিক তখনই জাদু দেখান ফাহিমা। ইনিংসের ৪২তম ওভারে প্রথমে উমাইমা সোহেলকে ফেরান তিনি। পরে ৪৪তম ওভারে দুই বলে আউট করেন আলিয়া রাজ ও ফাতিমা সানাকে।

সেই ওভারের শেষ বলে আবার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের দারুণ ফিল্ডিংয়ে রানআউট হন সিদ্রা নাওয়াজ। ফলে ২ উইকেটে ১৮৩ থেকে ৭ উইকেটে ১৮৮ রানের দলে পরিণত হয় পাকিস্তান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে ফাহিমা বলেছেন, ‘সবার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই আমি। সবসময় দলের জন্য খেলতে প্রস্তুত থাকি। আমি মোটেও নার্ভাস ছিলাম না। শুধু ঠিক জায়গা বোলিং করেছি এবং এতেই সাফল্য এসেছে।

উইকেটে ব্যাটার-বোলারদের জন্য সমান সুবিধা ছিলো জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এই উইকেটে কারও জন্য বাড়তি সুবিধা ছিল না। স্পোর্টিং উইকেট ছিল। আমি খুবই খুশি এবং উত্তেজিত যে নিজের দলের জন্য পারফর্ম করতে পেরেছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ