ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দক্ষিণ আফ্রিকা জয় করতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে মুশফিককে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ১৭ ১৩:০৬:০৩
দক্ষিণ আফ্রিকা জয় করতে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে মুশফিককে

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৪৫.৮১ গড়ে রান করেছেন ১৮১। তাই বাংলাদেশ কতটা ভালো খেলবে তার অনেকাংশে নির্ভর করবে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারফরমেন্সের উপর। সেই প্রত্যাশার চাপ মেটাতে মুশফিককে আজ দীর্ঘক্ষন ব্যাটিংয়ে দেখা গিয়েছে। অনুশিলনে নেট বোলারদের বেশ কয়েকটা সুইপ করতে দেখা গিয়েছে মুশফিককে। কালকের ম্যাচে হয়তো দক্ষিণ আফ্রিকা স্পিনারদের টার্গেট করেছেন এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকা সফর মানেই টাইগারদের এক অর্থে নিশ্চিত ব্যর্থতা। এখন পর্যন্ত চৌদ্দটি ওয়ানডে এবং ৬ টি টেস্ট খেলে জয়হীন রয়েছে টিম বাংলাদেশ।

অধিকাংশ ম্যাচেই টাইগাররা করতে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও। তবে এবার পরিসংখ্যান বদলাতে প্রত্যয়ী টিম বাংলাদেশ। আর বিগত নিউজিল্যান্ড সফরের সুখস্মৃতিতো রয়েছেই, যা বাংলাদেশকে পরিসংখ্যান বদলাতে উদ্ভুত করবে। টেস্টে তুলনায় ওয়ানডে সংস্করণে তুলনামূলক বেশি সম্ভাবনা রয়েছে টাইগারদের। ফলে এ ফরমেটে জিততে চাইবে টিম টাইগার্স।

তবে হেড কোচ ডমিঙ্গোর মতে বাংলাদেশ আন্ডারডগ। তিনি বলেন"আমরা এখানে আন্ডারডগ হিসেবে খেলতে এসেছি। এখানে আগে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ওয়ানডে ফরমেটে আমরা ভালো কিছুর আশা করছি। আমাদের ওয়ানডে দল বেশ ভারসাম্যপূর্ণ। আমরা বেশ লম্বা সময় ধরেই এই ফরম্যাটে ভালো করছি।

খেলোয়াড়রা নিজেদের ভূমিকা সম্পর্কে জানে। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি"। আগামীকাল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এখন দেখার পালা ডমিঙ্গো এবং ক্রিকেটাররা নিজেদের আত্মবিশ্বাসটা মাঠে কতটা প্রয়োগ করতে পারে।

এম/আর/এ

৩-১৭-২০২২

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ