ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে অবিশ্বাস্য বার্তা পাঠালেন গাভাস্কার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৪ ১২:২৮:০১
বাংলাদেশকে অবিশ্বাস্য বার্তা পাঠালেন গাভাস্কার

টাইগারদের এমন অবিশ্বাস্য জয়ে প্রসংশায় ভাসাচ্ছেন দেশ বিদেশের অনেক তারকা ত্রিকেটারই। সেই তালিকায় আছে ভারতেরও এক কিংবদন্তির নাম। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কার। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খানকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানান তিনি।

কাল রাতে গাভাস্কার আতহারকে লিখেছেন, ‘অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন, যে বাংলাদেশের ক্রিকেটটা শুরু হয়েছিল তোমাদের হাত ধরে। দলের খেলোয়াড়দেরও আমার অভিনন্দন পৌঁছে দিয়ো।’

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ভারত, পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে এই রেকর্ড গড়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ