ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দুর্দান্ত ব্যাট করছে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ৩১ ১৬:৩১:৩৫
দুর্দান্ত ব্যাট করছে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার

বিশেষ করে এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল দেশ সেরা ওপেনার তামিম ইকবালের । তবে হুট করে পেটের পিড়ার কারণে প্রথম টেস্টের একাদশে নেই এ ক্রিকেটার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেও নিউজিল্যান্ড সফরে ছিলেন না এ অভিজ্ঞ ওপেনার।

আবার প্রথম টেস্টে বাংলাদেশ দলে নেই বর্তমানে দলের অন্যতম পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে তাঁকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।

অপর দিকে বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজের দলে নেই তাদেরর অন্যতম দুই পেসরা তারকা ক্রিকেটার কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিডি। তাঁদের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে মাঠ নামছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। অভিষেক হয়েছে উইলিয়ামসের। এছাড়াও টেস্ট একাদশে ফিরলেন হার্মার।অনেকক্ষণ আগে টস হলেও এখন পর্যন্ত শুরু হয়নি খেলা। মাঠের সাইট স্ক্রিনের সমস্যার কারণে খেলা শুরুতে বিলম্ব হচ্ছে।

একনজরে দুই দলের একাদশ –

দক্ষিণ আফ্রিকা

ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৯০ ( ২৩.৪ ওভার ) ডিন এলগার ৫৯*, আরউই ২৮*,

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ