ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জাকের ও আফিফের ব্যাটিং ঝড়ে রানের পাহাড়ে আবাহনী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১১ ১৫:৫৯:০১
জাকের ও আফিফের ব্যাটিং ঝড়ে রানের পাহাড়ে আবাহনী

জাকেরের সঙ্গে নাঈমও ছোট জুটি গড়েন। দলীয় ৮০ রানে আল-আমিন জুনিয়রের বলে ৬১ বলে ৩৫ রান করে আউট হন নাঈম। অবশ্য তৃতীয় উইকেট জুটিতে বিহারির সঙ্গে বড় জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান জাকের। অর্ধশতক পূর্ণ করেন তিনি।

এ দুজনের জুটি থেকে আসে ৯৩ রান। বিহারি আউট হন গুরিন্দের সিংয়ের বলে। বিহারির পর আফিফের সঙ্গে জুটি বাঁধেন জাকের। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে জাকেরের প্রথম শতক আসে ৪১তম ওভারের। মাহমুদুলের প্রথম বলটিতে এক রান নিয়ে শতক পূর্ণ করেন জাকের।

৯৬ বলে শতক পূর্ণ করার পর আগ্রাসী রুপে দেখা যায় জাকেরকে। তার সঙ্গে আগ্রাসী হন আফিফও। অবশ্য জাকের শতকের পূরণের পর ক্রিজে টিকতে পারেননি। কাজী অনিকের বলে লং অনে ছয় মেরে ৩১ বলেই অর্ধশতক পূর্ণ করার পরের বলেই আউট হন আফিফ।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন মোসাদ্দেক ও সাইফউদ্দিন। মোসাদ্দেকের ২১ বলে ২৬ ও সাইফউদ্দিনের অপরাজিত ১০ বলে ১৮ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৩১১ রান তোলে আবাহনী লিমিটেড। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন আল-আমিন জুনিয়র।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ